লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ভারতে পাচারের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। ভারতের শিলিগুড়ি এলাকা থেকে উদ্ধারের আকুতি জানিয়ে ভুক্তভোগী ওই কলেজছাত্রীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।
পরে তার ভাই সেখানকার পুলিশের সহযোগীতা নিয়ে বোন কে উদ্ধার ও প্রতারককে পুলিশে সোপর্দ করে। কিন্তু অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই ছাত্রী কে হেফাজতে নিয়েছে ভারতীয় পুলিশ। কিন্তু দেশে ফিরিয়ে আনতে না পেয়ে বোনের উদ্ধারে সহায়তা চাওয়া ভিডিওটি ভাই ভাইরাল করেছে। বর্তমানে ওই কলেজ ছাত্রী ভারতের শিলিগুড়ি জেলে।
প্রেমের ফাঁদে ফেলে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামের কলেজ শিক্ষার্থী কুলসুম আক্তারকে গত বছরের গত ৫ই ডিসেম্বর ভারতে পাঁচার করে একই উপজেলার তিলক রায় নামের এক যুবক। এঘটনায় হাতীবান্ধা থানায় মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে। গত ৫ই আগস্ট ভারতের শিলিগুড়ি থেকে উদ্ধারের আকুতি জানিয়ে ভুক্তভোগী ওই কলেজছাত্রীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে।
খবর পেয়ে কুলসুমের বড় ভাই শিলিগুড়িতে যান। সেখানকার পুলিশের সহযোগিতায় বোনকে উদ্ধারও করা হয়। এঘটনায় আটক করা হয় আসামি তিলককে। তবে, অবৈধ অনুপ্রবেশের দায়ে কুলসুমকে জেল হাজতে পাঠায় ভারতীয় পুলিশ। তাকে দেশে ফেরত আনার দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপপরিদর্শক সুকুমার রায় ২ আসামিকে বাদ দিয়ে অভিযোগ পত্র আদালতে জমা দিয়েছেন।