হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি তরল পেস্ট স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক বিভাগ। যার বাজারমূল্য আনুমানিক ৩০ কোটি টাকা। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

রোববার মধ্যরাতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে ৯৮টি নীল রঙের স্কচটেপে সোনার তরল পেস্ট উদ্ধার করা হয়।

কাস্টমস জানায়, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টম হাউস, ঢাকা এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রঙয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট উদ্ধার করা হয়। কাস্টমস আরও জানায়, উদ্ধার করা সোনাগুলো মালিক বিহীন অবস্থায় পাওয়া যায়।

এদিকে, বিমানবন্দরে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় ৩ জনকে প্রায় ৪ কেজি তরল পেস্ট স্বর্ণসহ আটক করা হয়েছে। স্বর্ণ ও আসামিদের বিামনবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।