বড় ভরসা করেই সাকিব আল হাসানকে ফাইনালের একাদশে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ফাইনালে ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার। ব্যাট কিংবা বল কোনো জায়গাতেই আলো ছড়াতে পারেননি তিনি।

শুক্রবার দুবাই আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক ইয়ন মরগান। প্রথম ওভারেই তিনি সাকিবের হাতে বল তুলে দেন।

ওই ওভারে ৬ রান দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তৃতীয় ওভারে ফের বোলিংয়ে আসেন সাকিব। এই ওভারের প্রথম বলেই দারুণ সুযোগ তৈরি করেন তিনি। ফাফ ডু প্লেসিস এগিয়ে আসলেও সাকিবের বলের লাইন মিস করেন। কিন্তু স্টাম্পিং করার জন্য বলই হাতে রাখতে পারেননি দিনেশ কার্তিক।

এরপরই যেন খেই হারান সাকিব। পরের দুই বলে যথাক্রমে চার ও ছক্কা হাঁকান ফাফ ডু প্লেসিস। সাকিব এই ওভারে খরচ করেন ১৩ রান। এরপর আবার ১০ম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। এই ওভারে দেন ১৫ রান। পরে আর বোলিং পাননি তিনি।

বোলিংয়ের ব্যর্থতা ব্যাটিংয়েও পুষিয়ে দিতে পারেননি সাকিব। ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নামা কলকাতা তাকে ব্যাটিংয়ে পাঠায় ৭ রান। প্রথম বলে ওয়াইড হয়। এরপর নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানেই সাজঘরে ফেরত যান।