সামনে আবারও ভারত, আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপা খোয়ালো লাল সবুজরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের কাছে হেরেছে বাংলাদেশের যুবারা।
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব ভালো না গেলেও সেমি-ফাইনালে জ্বলে ওঠে বাংলাদেশ। দুইবার করে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর গল্প লেখা বাংলাদেশ রুদ্ধশ্বাস টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে কাটে ফাইনালের টিকেট। আত্মবিশ্বাসী হয়ে ওঠা দলটি ফাইনালে ভারতের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স করার প্রত্যয়ের কথা জানায়। কোচ সাইফুল বারী টিটু জানান, ফাইনাল হবে ফাইনালের মতোই।
হলো-ও সেটা, শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বুক চিতিয়ে লড়লেন বাংলাদেশের যুবারা। কিন্তু শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।
ভুটানের চাংলিমিথাংয়ে সোমবার সন্ধ্যায় ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ভারত একাধিকবা গোলের সুযোগ পেয়েছিল। বিপরীতে বাংলাদেশ সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
খেলার ৫৮ মিনিটের মাথায় কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ কাইফ, লিড পায় টিম ইন্ডিয়া। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন মো. আরবাশ।
এবারের আসরে শুরু থেকে দাপট দেখিয়েছে ভারত। আসরে দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে যাত্রা শুরু করে দলটি।
টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা দেখা দিলেও ভারতের বিপক্ষে মালদ্বীপ হারায় গোল পার্থক্যে সেমিফাইনালে ওঠে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর সেমিফাইনালে টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জয় পাওয়ায় আবারও ফাইনালে উঠে লাল সবুজের প্রতিনিধিরা।