বিশ্বকাপ ফুটবল সারা বিশ্বের আকর্ষণ। তবে প্রতি বছর ফুটবলপ্রেমীরা মজে থাকেন ক্লাব ফুটবলে। সেই ক্লাব ফুটবলে একটি বিশ্বকাপ আয়োজন করবে ফিফা। ২০২৫ সালে হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম আসর।

এক সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি সেই আসরের খানিকটা ধারণা দিয়ে জানান, ‘কাউন্সিল সভায় ক্লাব বিশ্বকাপের বিষয়টি চূড়ান্ত হয়েছে। ৩২ দল নিয়ে চার বছর পর পর এই প্রতিযোগিতা হবে। বিশ্বকাপের আদলেই হবে। এই বিষয়ে আমরা সামনে আরো বিস্তারিত জানাব।’

জাতীয় দলের ৩২ দেশের বিশ্বকাপ আয়োজন করতে এক মাস সময় প্রয়োজন। ক্লাব বিশ্বকাপের ক্ষেত্রেও তেমন সময়ই লাগবে। ক্লাব ফুটবলে সূচি এমনিতেই ব্যস্ত। এর মধ্যে চার বছর পর পর এক মাস সময় বের করা কঠিনই হবে। ব্রিটিশ মিডিয়া ইতোমধ্যে এই প্রতিযোগিতার বাস্তবতা নিয়ে সমালোচনাও করেছে। এই প্রসঙ্গে ফিফা সভাপতি বলেন, ‘ব্রিটিশ মিডিয়া কি বলেছে, আমি জানি না। তবে এই টুর্নামেন্ট ফুটবলের জন্যই দারুণ উপযোগী হবে। সবাই বেশ আগ্রহ নিয়েই দেখবে।’

ক্লাব বিশ্বকাপ ছাড়াও সেপ্টেম্বর, অক্টোবর এবং মার্চের আন্তর্জাতিক সূচি নিয়েও আজকের কাউন্সিল সভায় আলোচনা হয়েছে। দোহায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন ফিফা সদস্য বাংলাদেশের নাগরিক মাহফুজা আক্তার কিরণ।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘২০২৫ সালে নতুন ফিফা ক্লাব বিশ্বকাপ হবে ৩২ দলের। এটাও বিশ্বকাপের মতোই বড় আকারে আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। এই প্রতিযোগিতা সফল হলেই চার বছর অন্তর ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হবে।’

তবে ফিফা এমন সিদ্ধান্ত নিলেও উয়েফা কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপ-এর ঘোর বিরোধী। কারণ ‘ক্লাব ওয়ার্ল্ড কাপ’ জনপ্রিয়তা পেলে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জনপ্রিয়তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপের বড় ক্লাবগুলিও নাকি এই প্রতিযোগিতার বিরোধী। তারাও নাকি বাড়তি প্রতিযোগিতা এই খেলতে নারাজ। যদিও এরপরেও ফিফা সভাপতি জানিয়ে দিলেন যে, সব মহাদেশের ৩২টি সেরা ক্লাব দলকে নিয়েই ‘ক্লাব ওয়ার্ল্ড কাপ’ আয়োজন করা হবে। সেখানে ইউরোপের সেরা আটটি দলকে আমন্ত্রণ জানানো হবে। অন্য কোন মহাদেশের কটি করে দেশ খেলবে সেটা এখনও পরিষ্কার নয়।