ফিলিস্তিন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ পদত্যাগ করেছেন। সোমবার (২৬শে ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় মোহাম্মদ শাতায়েহ বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বরাবর পদত্যাগপত্র জমা দেয়া হয়েছে। গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন এবং পশ্চিম তীর ও জেরুজালেমে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

পদত্যাগ করে প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমতীরে ও জেরুজালেমে অস্বাভাবিক উত্তেজনা এবং গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও অনাহারে থাকা মানুষের জন্য আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, আমি দেখতে পাচ্ছি পরবর্তী পর্যায় এবং চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন। ফিলিস্তিনিদের মধ্যে সর্বসম্মত ঐক্য প্রয়োজন।  এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।