ইসরাইলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই। এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। জাতিসংঘ জানিয়েছে নিহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৫ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ডব্লিউএইচও’র মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, মৃতদের মধ্যে কমপক্ষে “৫৬ শতাংশ মহিলা এবং শিশু” ছিল।
আরও বহু নারী ও শিশু ধ্বংস¯ত’পের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করছেন তিনি। ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, যেহেতু নারী ও শিশুরা বাড়িতে থাকে তাই অনেকে এখনো ধ্বংস¯ত’পের নিচে চাপা পড়ে আছে। সেই হিসেবে মৃতের সংখ্যা আরও বেশি। ন্যুনতম পরিসংখ্যান করলে নিহতদের ৬০ শতাংশ নারী ও শিশু হবে।
এদিকে, গত সপ্তাহে প্রায় ৪ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি রাফা থেকে পালিয়ে গেছেন বলে জাতিসংঘ জানিয়েছে। এছাড়া ইসরাইলি সামরিক বাহিনীর ট্যাংকগুলো দক্ষিণ গাজার এই শহরের আরও ভেতরে হামলা শুরু করেছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ‘মানুষ ক্রমাগত ক্লান্তি, ক্ষুধা এবং ভয়ের সম্মুখীন হচ্ছে।’