অশ্রুসিক্ত নয়নে ফুটবলকে বিদায় জানিয়েছেন ভারতের ফুটবলের পোষ্টার বয় সুনীল ছেত্রী। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণে বৃহস্পতিবার (৬ই জুন) বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন সুনীল।

ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসির পরই আন্তর্জাতিক ফুটবলে উচ্চারিত হয় ছেত্রীর নাম। আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরার ক্ষণজন্মা এই স্ট্রাইকার।

২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল সুনীল ছেত্রীর। অভিষেক ম্যাচেই গোল করেছিলেন। বুঝিয়েছিলেন ভারতীয় ফুটবলে রাজ করতে এসেছেন। মাঝে প্রায় দুই দশক জতীয় দলের জার্সি গায়ে খেলেছেন অসংখ্য স্মরণীয় ম্যাচ।

শেষ ম্যাচে সুনীলকে দেখতে সল্টলেক স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। তবে শেষ ম্যাচে সুনীলকে জয় উপহার দিতে পারেনি ভারতীয় ফুটবল দল। গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ।

ভারতীয় দলের পক্ষ থেকে ম্যাচ শেষে সুনীলকে গার্ড অব অনার দেয়া হয়। এসময় সমর্থকদের পুরো ক্যারিয়ারে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান সুনীল ছেত্রী।