সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে  আবার সে সভা স্থগিতও করেছেন তিনি। শনিবার (১০ই আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা হচ্ছে না আজ।

এর আগে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে প্রধান বিচারপতির এ সভা ডাকার বিষয়টি তুলে ধরে তার পদত্যাগ দাবি করেন।

অন্যদিকে, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এভাবে ফুল কোর্ট সভা ডাকাকে অনভিপ্রেত ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছেন, প্রধান বিচারপতির পদত্যাগের দাবি অনেক আগেই উঠেছিলো।