ফেনীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন। শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর পাঁচগাছিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ বলেন, ট্রাকটি ছিল নোয়াখালীমুখী আর অটোরিকশাটি ছিল ফেনীমুখী। মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদেরকে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আব্দুস সামাদ।