ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাসড়কের ঢাকামুখী লেনের সমিতি বাজার সংলগ্ন স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশা ইউটার্ন নেয়ার সময় বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ লাঙলমোড় গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের ও তার স্ত্রী ছালমা আক্তার এবং আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, সন্ধ্যায় একটি সিএনজি অটোরিকশা ইকবাল পেট্রোল পাম্প থেকে গ্যাস নিয়ে মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে ইউটার্ন নিচ্ছিল। এসময় একটি গাড়ি ধাক্কা সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ধুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তবে কোন গাড়ি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে সেটি এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।