গেলো কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ আবারও দেশজুড়ে শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে কোথাও কোথাও কুয়াশার সাথে হিমেল বাতাসের কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী ঢাকা।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শুরুর দিকে দেশে আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর থেমে থেমে শীত আর গরম অনুভূত হবে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত।
চলতি জানুয়ারি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শৈত্যপ্রবাহ শুরু হয়। দেশের শীতের হটস্পট বলে পরিচিতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল, পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং চুয়াডাঙ্গায় একাধিক দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়। গেল প্রায় এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়তে থাকে।
তবে গতকাল থেকে তা কমতে শুরু করেছে। দিনকয়েক এভাবে তাপমাত্রা কমতে থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে