আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বাংলাদেশ সময় আজ বুধবার সকালে জাপান সাগরে এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উনের দেশ। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার স্থানীয় সময় সকাল ৯টা ৫৯ মিনিটে দেশটি ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ হয়েছে। এটি জাপান সাগরে বিস্ফোরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত সোমবার ও গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, মার্কিন গোয়েন্দা বিমান তাদের আকাশসীমায় নজরদারি চালাচ্ছে। এ কার্যক্রম দ্রুত বন্ধ না করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুশিয়ারিও দিয়েছিল পিয়ংইয়ং। এর একদিনের মাথায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল দেশটি।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেছেন, এই ক্ষেপণাস্ত্রটি অন্তত ৭৫ মিনিট উড়তে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগের মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং। দ. কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি।
এশিয়ার পারমাণবিক শক্তিধর উ. কোরিয়া গত বছর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১০০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে জাপান টাইমস।