জার্মান ফুটবল লিগের ম্যাচে ডর্টমুন্ডের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। হ্যাটট্রিক করে রেকর্ড করেছেন হ্যারি কেইন। ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে শনিবার রাতে ‘ডার ক্লাসিকো’ খ্যাত ম্যাচে খেলতে নেমেই গোল পেয়েছেন হ্যারি কেইন।

গত সপ্তাহে ডার্মস্ট্যাডের বিপক্ষে হ্যাটট্রিক করা কেইন এদিন ফের হ্যাটট্রিক করেছেন। তাতে বুন্দেসলিগায় প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম ১০ ম্যাচেই করলেন ১৫ গোল। এর আগে ১৯৬৩-৬৪ মৌসুমে শালকের হয়ে নিজের প্রথম ১০ ম্যাচে সর্বোচ্চ ১৩ গোল করেছিলেন ক্লাউস।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে ফরাসি ডিফেন্ডার দায়দ উপামেকানোর গোলে এগিয়ে যায় বায়ার্ন। সাত মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন।


৭২ মিনিটে দ্বিতীয় ও যোগ করা সময়ে তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন। বায়ার্নে যোগ দেওয়ার পর লিগে দশম ম্যাচে এটি এই ৩০ বছর বয়সীর তৃতীয় হ্যাটট্রিক।

গত সপ্তাহে জার্মান কাপের ম্যাচে তৃতীয় বিভাগের পুঁচকে দল জাব্রুকেনের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে বায়ার্ন। এই জয় দিয়ে ফের জয়ের ধারায় ফিরল ব্যাভেরিয়ান জায়ান্ট দলটি।

১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বেয়ার লেভারকুসেন। সমান ২১ পয়েন্ট নিয়ে তিন ও চারে স্টুটগার্ট ও ডর্টমুন্ড। তবে স্টুটগার্ট একটি ম্যাচ কম খেলেছে।