ফ্রান্সে প্রতিবন্ধিদের হোস্টেল (হলিডে হোম) নামে একটি ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৯ই আগস্ট) সকালে ফ্রান্সের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, খবর পেয়ে আগুন নেভানোর জন্য চারটি দমকল ইঞ্জিন এবং ৭৬টি দমকলকর্মী পাঠানো হয়। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন এবং অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডেপুটি প্রসিকিউটর নাথালি কিলওয়াসার সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি সেখানে ১১ জন নিহত হয়েছে।’

ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, আটটি লাশ পাওয়া গেছে এবং আরো তিনটি ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন প্রতিবন্ধি এবং একজন পরিচর্যাকারী।

ওই হলিডে হোমের প্রতিবেশী নাথালি বলেছেন, তিনি চিৎকার শুনেছেন এবং তার জানালা থেকে ধোঁয়ার বিশাল মেঘ দেখেছেন।