ফ্রান্সের প্র্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর  পেনশন সংস্কারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ চলাকালে বৃহস্পতিবার ৪৫৭ জনকে  গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে সংঘর্ষে  ৪৪১ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এর বরাত দিয়ে এ খবর জানিয়েছেন সি নিউজ।

শুক্রবার সকালে সি নিউজ চ্যানেলের সাথে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন আরও বলেন,  জানুয়ারিতে শুরু হওয়া এই বিক্ষোভে সবচেয়ে হিংসাত্মক ঘটনা ঘটে বৃহস্পতিবার। এ দিনে প্যারিসের রাস্তায় ৯০৩টি আগ্নি সংযোগের ঘটনা ঘটে।

গত জানুয়ারির মাঝামাঝিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স বাড়ানোর উদ্যোগ নেন। অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা হয় এবং পার্লামেন্টে কোনো ধরনের ভোটাভুটি ছাড়াই এ সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে তিন মাস ধরে ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ চলছে। গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ বড় ধরনের সহিংসতায় রূপ নেয়।