যুক্তরাষ্ট্রের ফ্লোরিড়ায় অনুষ্ঠিত হলো বাৎসরিক পিকনিক। বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডার আয়োজনে শনিবার (১৭ই ডিসেম্বর) দুপুর ১২ টায় শুরু হওয়া এ আয়োজন শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটায়।

ফ্লোরিডার কোয়াইট ওয়াটার পার্কের বাল্ড ঈগল প্যাভিলিওনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডার চেয়ারম্যান আরশাদ আলী, সভাপতি লিটন মজুমদার, সাধারণ সম্পাদক সজিব চৌধুরীসহ প্রবাসী বাঙালিরা।

অনুষ্ঠানের শুরুতে দেশত্ববোধক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এর পর আগত সবার জন্য দুপুরে এক ভোজের আয়োজন করা হয়। অতিথিদের মেহমানদারির পর আবারো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঝে শিশু-কিশোর ও মহিলাদের জন্য বিশেষ খেলার আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নিত্য ও গান পরিবেশন করেন শর্মিলা ভট্টাচার্য গ্রুপ, গিটার তারকা দেব দাস, শাহীন, আলমগীর হোসেন, প্রগা দাস, তপা তিন্নি, তাজরিয়ান করিম। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ সঙ্গিত পরিবেশন করবেন শিল্পী ত্রিনিয়া হাসান।

অনুষ্ঠানের মূল আয়োজনে ছিলেন
1. প্রধান পৃষ্ঠপোষক মিয়ামি কে ডিস্ট্রিবিউশন এবং এইচ কিউ ডি ইলেকট্রনিক সিগারেট
2. ফ্লোরিডা বাংলা টিভি
3. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা
4. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা ইউএসএ
5. মিয়ামি বৈশাকি মেলা
6. একতারা ফ্লোরিডা
7. বিডি সকার ক্লাব
8. বিডি স্পোর্টিং ক্লাব
9. বরিশাল সোমিটি
10. বিক্রমপুর মুন্সীগং সমিতি
11. কুমিল্লা সোমিটি
12. ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন
13. একতারা ফ্লোরিডা
14. ফ্লোরিডার হিন্দু বাংলা সোসাইটি
15. নারি ফ্লোরিডা
16. ABA সকার ক্লাব ওয়েস্ট পাম বিচ।
17. কেপি টিভি