অনেক জনপ্রিয় গানের প্লেব্যাক করেছেন ইমরান মাহমুদুল এবং দিলশাদ নাহার কনা। নতুন খবর হলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাসহ দশটি স্টেজ শোতে অংশ নিতে যাচ্ছেন তারা। গত মাসের শেষে যুক্তরাষ্ট্রে গেছেন তাদের দল। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান-কনা। ফ্লোরিডা ছাড়াও ডালাস, ওয়াশিংটন, টেক্সাস, আটলান্টা, লস অ্যাঞ্জেলেসসহ আরো কয়েকটি স্টেটে তারা স্টেজ শোতে পারফর্ম করবেন।

ইউ এস বাংলা মেলা উপলক্ষে বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডার আয়োজনে আজ (রোববার) ১০ সেপ্টেম্বর ফ্লোরিডার  স্টেজ শোতে গান পরিবেশন করবেন ইমরান-কনা। বোকা রেটন কমিউনিটি হাই স্কুল ক্যাথরিন লিন্ডগ্রেন থিয়েটার 1501 NW.15 তম সিটি বোকা রেটন,ফ্লোরিডা 33486-এ আয়োজিত এ অনুষ্ঠান চলবে দুপুর ২ টা থেকে রাত ২২টা পর্যন্ত। এতে আরো মঞ্চ মাতাবেন, মাহফুজা মম, আমিরুল বাবুল, কে জামান বাবু, তাসনিয়া আরশি, সাকিব, সোনিয়াসহ আরো অনেকে। সেখানে অনেক গান আর ভরপুর বিনোদনে আড্ডা দেবেন তারা।

প্রবাসী বাঙালি ও স্থানীয় সঙ্গীতপ্রেমীদের জন্য এই আয়োজন। এই সঙ্গীত উৎসবের সুবাদে দেশীয় তারকাদেরে এক সঙ্গে অনেককে দেখার সুযোগ থাকছে।

অনুষ্ঠানটির প্রবেশ মূল্য ধরা হয়েছে ১৫ ডলার। এর মিডিয়া পর্টনার এফবি টিভি ও এফবি নিউজ২৪৭ ডট কম।