ফ্লোরিডার অরল্যান্ডোতে মোবাইল কনস্যুলার সার্ভিসের মাধ্যমে (ভ্রাম্যমাণ) কনস্যুলার সেবা প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল (মায়ামী)। শুক্রবার (২৬ আগস্ট) মায়ামী’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ০৩ ও ০৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে ফ্লোরিডার অরল্যান্ডোতে মোবাইল কনস্যুলার সার্ভিসের মাধ্যমে কনস্যুলার সেবা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, যে সেবাগুলো প্রবাসীরা নিতে পারেন, তার মধ্যে নো ভিসা রিকোয়ার্ড (NVR) এনডোর্সমেন্ট, পাওয়ার অব এটর্নি সত্যায়ন, অন্যান্য ডকুমেন্ট সত্যায়ন, দ্বৈত নাগরিকত্বের আবেদন গ্রহণ, ট্রাভেল পারমিট (যাদের বাংলাদেশী পাসপোর্টের মেয়াদ অতিক্রান্ত হয়েছে এবং জরুরি ভিত্তিতে বাংলাদেশে যেতে হবে কেবল তাদের জন্য)।
আর এই সেবা পেতে প্রয়োজনীয় সকল ডকুমেন্টের মূল কপি ও ফটোকপি সাথে আনার জন্য এবং মানি অর্ডার পোস্টাল অর্ডার/ব্যাংক সার্টিফাইড চেক/ক্রেডিট কার্ড (৩.৫% বণিক চার্জ প্রযোজ্য)- এর মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত কনস্যুলার সেবা ফি প্রদানের জন্য সেবা গ্রহীতাদের বিনীত অনুরোধ জানানো হয়। এতে আরো বলা হয় এক্ষেত্রে নগদ অর্থ ও ডেবিট কার্ড গ্রহণযোগ্য হবে না।
সেবা প্রদানের স্থানঃ বোম্বে বাজার, 11741 এস অরেঞ্জ ব্লসম Trl, অরল্যান্ডো FL 32837 সেবা প্রদানের সময়ঃ ০৩ সেপ্টেম্বর ২০২২ (শনিবার), দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা এবং ০৪ সেপ্টেম্বর ২০২২ (রবিবার), সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।
প্রতিটি সেবার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ছবি ও কনস্যুলার সেবা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুনঃ 100 https://florida.mofa.gov.bd
https://www.facebook.com/CGBDMiami
বি.দ্রঃ এ ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্পে বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্টের আবেদন বা এ সংক্রান্ত কোনো সেবা প্রদান করা সম্ভব হবে না।
(মোঃ সামাউন খালিদ) ভাইস কনসাল ও দূতালয় প্রধান ফোনঃ +১ (৩০৫) 640 5035 ইমেইলঃ hoc florida@mofa.gov.bd