যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গত শুক্রবার (১৬ই সেপ্টেম্বর) হিলসবোরো কাউন্টির ট্যাম্পা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আহমেদ সাবিত বীন সাম্স বাংলাদেশি। সে লেখাপড়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছে ২২ বছর। তার পরিবারের সবাই বংলাদেশে বাস করে। তার পাসপোর্ট নাম্বার EE0908304।

আজ (বুধবার) তার নামাজের জানাজা দুপুর দেড়টায় ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। এর পর পাশেই কবরস্থানে দুপুর তিন টার দিকে তাকে সমাহিত  করা হবে।