যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিস্ট্রিক্ট ৯২ থেকে হাউজ রিপ্রেজেন্টেটিভ পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশী আমেরিকান নাগরিক হাসান জাহাঙ্গীর। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি এরিমধ্যে সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। সম্প্রতি ফ্লোরিডায় অনুষ্ঠিত হয়েছে হাসান জাহাঙ্গীরের সাহায্যার্থে একটি ফান্ড রেইজিং ক্যাম্পেইন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষে উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া স্টেট থেকে নির্বাচিত সিনেটর শেখ রহমান। তিনি সকলকে এক হয়ে কাজ করবার আহ্বান জানান। এছাড়া হাসান জাহাঙ্গীর এর নির্বাচনে ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে হাসান জাহাঙ্গীর বলেন,  এরই মধ্যে বিভিন্ন স্টেট থেকে মূলধারার নির্বাচনে অংশ নিয়ে সাফল্য পেতে শুরু করেছেন  বাংলাদেশিরা।  এবার ফ্লোরিডার বাঙ্গালিদের পালা। এখানে বাংলাদেশিদের সংখ্যা অনেক বাড়ছে বলেও জানান তিনি।

হাসান জাহাঙ্গীর আরো বলেন, বাংলাদেশি হিসেবে এখন তাদের সবাইকে একত্রিত হতে হবে। তবে , শুধু বাংলাদেশি নয়, নির্বাচিত হতে তিনি সবার সহায়তা কামনা করেন।  জয়ী হলে তিনি সবার জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন।

অনুষ্ঠানে মহানগর স্টেট আওয়ামী লীগের সভাপতি নাঈম খান বলেন, প্রথমবারের মত ফ্লোরিডা বাঙ্গালিদের মধ্য থেকে জাহাঙ্গীর হাসান নির্বাচনে অংশ নেওয়ায় সাহসের পরিচয় দিয়েছেন। এতে আমরা খুশি। সেই সাথে তাকে জয়ী করার জন্য সবাইকে একসাথে কাজ করার অনুরোধও জানান নাঈম খান।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ আলী, সিনিয়র সহ সভাপতি আলম আশু ও ইমন করিম, সহসভাপতি মো. শাহেদ, সাংগাঠনিক সম্পাদক লিটন মজুমদারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা।