র‍্যাব ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান

 

বাংলাদেশের বিরুদ্ধে যেকোন ধরণের অপপ্রচার রোধে বিশ্বজুড়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন বক্তারা। সম্প্রতি বাংলাদেশের র‍্যাব এবং কয়েকজজন উর্দ্ধতন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞাকে অনাকাঙ্খিত উল্লেখ করে এক মতবিনিময় সভায় বক্তারা সত্যিকার পরিস্থিতি যাচাই করে দ্রুত এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহবান জানান। শনিবার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্রওয়ার্ড কাউন্টির আল সালাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ এবং ফ্লোরিডা স্টেট যুবলীগ এই অনুষ্ঠানটির আয়োজন করে।

এতে অংশ নেন ইউএস কংগ্রেসওম্যান সেইলা মেকক্রোমিক। ভার্চুয়ালি এই আলোচনায় যোগ দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তরিকুল হায়দার চৌধুরী। এছাড়া ব্রওয়ার্ড কাউন্টির হিসপেক সভাপতি সানটিয়াগো ভেসকুইজ, এবিপ্যাক সভাপতি আব্দুল কাদের, এবিপ্যাক সিইও ইমন করিম, এফবি নিউজ টোয়েন্টি ফোর সেভেন ডট কম এর চেয়ারম্যান ও ঢাকা ক্লাবের সহসভাপতি নাঈম খান দাদন, এফবি নিউজ টোয়েন্টি ফোর সেভেন ডট কম এর সিইও ও বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডার চেয়ারম্যান আরশাদ আলী, এফবি টিভির সিইও এবং এফবি নিউজ টোয়েন্টি ফোর সেভেন ডট কম এর সম্পাদক টিটন মালিক, ফ্লোরিডা স্টেট যুবলীগের সভাপতি আওয়াল দয়ান, সেক্রেটারি মোহাম্মদ খোরশেদ, এফবি টিভির পরিচালক আওলাদ হাওলাদার এতে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কেবল উন্নয়ন নয়, দেশে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ফলে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তা দ্রুত তুলে নেয়ার আহবান জানান তিনি।

যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তরিকুল হায়দার চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। স্বাধীনতার সপক্ষের শক্তিদেরও একত্রিত হয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বব্যাপী এই সত্যটাকেই তুলে ধরতে হবে।

সভায় অংশ নিয়ে ইউএস কংগ্রেসওম্যান কংগ্রেসওম্যান সেইলা মেকক্রোমিক বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ভবিষ্যতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার আশা প্রকাশ করেন তিনি। নিষেধাজ্ঞার বিষয়টি খতিয়ে দেখে নিজের মতো করে উদ্যোগ নেয়ারও আশ্বাস দেন তিনি।

এই কংগ্রেসওম্যান বলেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। আইন মান্যকারী ভালো নাগরিক হিসেবে, তাদের প্রশংসাও করেন তিনি।

সামগ্রীক অনুষ্ঠান টি উপাস্থাপনা করেন এবিপেক সিইও ঈমন করিম