যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৫০ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ফ্লেভার অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে এক আলেঅচনা সভার আয়োজন করা হয়।
সভার শুরুতেই জাতীয় সংগীতের পরপরই সকল শহীদদের স্মরণে এবং দেশের জনগণের কল্যাণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে ৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডের শিকার শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ১৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে উপস্থিত বক্তারা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, গামীতে বাংলাদেশ আওয়ামী লীগ যে শক্তি নিয়ে আসবে সেটা অকল্পনীয়। আওয়ামী লীগকে রাজনৈতিক থেকে বাদ দেয়ার যে পায়তারা করছে বর্তমান অবৈধভাবে ক্ষমতায় আসা ও দেশবিরোধী স্বাধীনতার দোসর রাজাকার এর বংশধরেরা, তা কখনই বাস্তবায়ন করতে পারবে না। বাংলার মানুষ এখন বুঝতে পারছে শেখ হাসিনার বিকল্প হিসেবে আর কেউ নাই।
সাধারণ সম্পাদক এম কে আলম এর প্রানবন্ত সন্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাঈম খান দাদন, ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আওয়াল দয়ান ফ্লোরিডা স্টেট যুবলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মাদ খোরশেদ, বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সেক্রেটারি রফিক আহম্মেদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি ঈমন করিম, সহ সভাপতি আব্দুল কাদের সরকার, সহ-সভাপতি গোলাম মোর্শেদ, সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক লিটন মজুমদার, প্রচার সম্পাদক মিল্টন মজুমদার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম কে জামান বাবু, দপ্তর সম্পাদক মোঃ কাওছার, সদস্য নাসির হোসেন, উচ্ছাস, মোঃ নয়ন, দিপু জামান ও রন্জিত দে।
সভাপতি নাঈম খান দাদন সমাপনী বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই পারে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যেতে এবং সেটা আজ পরিক্ষিত ও প্রকাশ্যে।
স্টেট মহানগর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক উত্তম দেব, মোর্শেদ কালাম, সম্মানিত সদস্য মাসুদ মিয়া ও নূর কালাম, যুবলীগ নেতা সহসাধারণ সম্পাদক বিন্দাস অসিম, সহ সভাপতি তানভীর আহম্মেদ, মোঃ ফয়সাল, কামাল, বিশিষ্ট যুবলীগ নেতা টিটু আলমসহ আরো অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে ২১ আগস্ট ভয়াল দিন, এ উপলক্ষ্যে অনুষ্ঠানের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নেতারা। এছাড়া আগামী ২৪ শে আগস্ট অনুষ্ঠানের বিশাল আয়োজন একই স্থান ফ্লেভার অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে করবার সিদ্ধান্ত নেয়া হয়। সেটা প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ সম্পাদক এমকে আলম জানিয়ে দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এর পর মুহুরমুহ শ্লোগানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।