ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নাঈম খান দাদন ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আরশাদ আলী নির্বাচিত হয়েছেন। গত ২০ জুন দুপুর ৩ টায় হোটেল এমবেসি সুইট এ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি  ডঃ সিদ্দিকুর রহমানসহ সকল নেতাদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়।

গত ১৯ জুন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ এর সম্মেলনে কোন সিদ্ধান্তে না আসায় সকল অংগ সংগঠনের কার্যক্রম  স্থগিত করা হয়। সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন মো: এমরান, টিটন মালিক, নান্নু আহমেদ, শাহীন মাহমুদ এবং লাইলা হারুন এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ছয় জন তারমধ্যে উল্লেখ্য যোগ্য আওয়াল দয়ান, রানা খান, মুজিবঊদ্দিন, আকরাম হোসেন ও সঞ্জয় সাহা।

এদিকে নতুন নেতৃত্বের সামনে চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন সকল রাজনৈতিক নেতৃবিন্দসহ স্থানীয়রা। নতুন কমিটির উত্তোরত্তোর সফলতা কামনা করেন সবাই।