যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হিন্দু বাঙ্গালি সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। কোরাল স্পিরিং সোসাইটির সাধারণ সম্পাদক লিটন মজুমদারের বাড়ীর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রথম দিন শনিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনস্যুল জেনারেল ইকবাল আহমেদ, বিশেষ অতিথি ভাইস কনস্যুল জেনারেল সামাঊল খালিদ। এসময় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন হিন্দু বাঙ্গালি সোসাইটি অব ফ্লোরিডার মৌরিন দত্ত ও প্রথমা দে

আলোচনা সভায় বক্তব্য রাখেন মিল্টন মজুমদার, ট্রাস্টী সভাপতি সাধন সরকার, ট্রাস্টী সহ- সভাপতি রতন লাল মজুমদার, কার্যকারী কমিটির সভাপতি দুলাল কুন্ডু, সহ-সভপতি রমেশ কুন্ডু, সাধারণ সম্পাদক লিটন মজুমদার, যুগ্ন সা সম্পাদক মানিক চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক মিল্টন মজুমদার, প্রচার সম্পাদক অসিম রায়, পন্ডিত ইন্দ্রজিৎ ভট্টাচার্য। আরো বক্তব্য রাখেন বংঙ্গবন্ধু বাংলাদেশ যুক্তরাষ্ট্র এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা সরকার হারুন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্টেট মহানগর আওয়ামীলীগ এর সভাপতি নাঈম খান, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আরশাদ আলী, সিনিয়র সহ-সভাপতি ইমন করিম, স্টেট যুবলীগ সভাপতি আওয়াল দয়ান, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ, ইন্দ্রজিত দাস গুপ্ত।

আলোচনা সভার শেষপ্রান্তে বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসানের হঠাৎ আগমন করেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন লিটন মজুমদার ও দুলাল কুন্ডু। সাকিব আল হাসানের উপস্থিতিতে পূজা মন্ডপ আনন্দে মুখরিত হয়ে উঠে ।

পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক দেবজ্যোতি সেন। সঙ্গীত পরিবেশন করেন, শর্মিলা ভট্টাচার্য, দেবজ্যোতি সেন, শ্রীবাস দাশ, অর্পিতা পাল কেয়া। অনুষ্ঠানে নৃত্য করেন বৃষ্টি বড়ুয়া। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত অতিথিতিদের মুগ্ধ করেন শিল্পীরা।

অনুষ্ঠান শেষে সবাইবে প্রসাদ বিতরণ করা হয়।