গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স নামক পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর মহাসড়ক শ্রমিকরা বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েছেন উভয় পাশের যাত্রীরা।
কারখানাটির শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন এ মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে বারবার শ্রমিকরা আবেদন করলেও তা প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষ।
তবে এ বিষয়ে যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জুবায়ের বলেন, মাহমুদ জিন্স নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।