বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে বগুড়ায় কয়েকটি ট্রাক এবং কাভার্ডভ্যান ভাঙচুর করেছে অবরোধকারীরা। রোববার (৫ নভেম্বর) সকালে বগুড়া শহরতলী তিনমাথা ও তেলিপুকুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়লে অবরোধকারীরা পাল্টা ককটেল বিস্ফোরণ ঘটায়।
সকালে পুলিশি নিরাপত্তায় (স্কট) যানবাহন চলাচলের সময় পেছন থেকে চার থেকে পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যানের সামনের গ্লাস ভাংচুর করে অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছোঁড়ে।
অবরোধকারীরা এসময় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এসময়, সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরোধকারিদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। অবরোধকারীদের ছোঁড়া ইটের আঘাতে কয়েকটি পরিবহনের চালক ও হেলপার আহত হয়েছেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, তেলিপুকুরে অবরোধকারীদের টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।