বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পলায়নের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ শে জুন) দিবাগত রাতে চাষীবাজার এলাকা থেকে তাদের  গ্রেফতার করা হয়েছে। এর আগে রাত তিনটার দিকে তারা কারাগার থেকে পালিয়ে গিয়েছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের পুত্র মো. নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর জেলা মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁ পুত্র মো. আমির হামজা ওরফে আমির হোসেন (৩৮), বগুড়ার কাহালু উপজেলার উলট্ট পূর্বপাড়া গ্রামের পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩১) এবং বগুড়ার সদরের কুটুমবাড়ি পশ্চিমপাড়া এলাকার ইসমাইল শেখ ওরফে চাঁদ মিয়ার পুত্র ফরিদ শেখ।

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে সাড়ে চারটার দিকে পুলিশ তাদের গ্রেফতার করেছে।

এদিকে কারগার চার আসামি পালিয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলন করেছে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এসময় তিনি জানান, কারাগার থেকে আসামি পলায়নের পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।