বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে সিয়াম (৫) ও মোস্তাকিন (৪) নামের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (শনিবার) বিকেল ৫টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভৃতবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

ভৃতবাড়ি গ্রামের লিটন মিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। তিনি টাঙ্গাইল জেলায় কাঠ মিস্ত্রির কাজ করেন। বাড়িতে দুই শিশু পুত্র মোস্তাকিনকে নিয়ে স্ত্রী গোলাপী খাতুন বসবাস করেন।

আজ গোলাপী খাতুন দুই শিশুকে ঘুমিয়ে দিয়ে ঘর বন্ধ করে মাঠে থাকা ছাগল আনতে যান। এসময় বৈদ্যুতিক শট সার্কিট থেকে মুহুর্তের মধ্যে ঘরে আগুন ধরে পুড়ে শিশু সিয়াম ও মোস্তাকিন মারা যায়। ধুনট ফায়ার সার্ভিসের খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুনে পুড়ে দুই শিশুসহ গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।