বগুড়ায় সদর উপজেলায় অটোরিকশা এবং ভটভটির সংঘর্ষে দুই শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন শিশুদের বাবা-মা। আজ মঙ্গলবার (২৭শে জুন) সকালে উপজেলার এরুলিয়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক আমিনুল রহমান তোতা (৫৫), শিশু আশামনি (৭) ও খাদিজা (২)।

ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, মঙ্গলবার সকালে ঈদ উপলক্ষে দুই মেয়েকে সঙ্গে নিয়ে রাশেদ শেখ ও তার স্ত্রী জোসনা বেগম বিবিরপুকুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে এরুলিয়াতে গরুবোঝাই ভটভটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আমিনুল ইসলাম ও খাদিজা নিহত হন। অন্যদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আশামনির মৃত্যু হয়। রাশেদ শেখ ও তার স্ত্রী জোসনা বেগম শজিমেকে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীর চকবাউলিয়া গ্রামে।

তিনি আরও জানান, আহতদের অবস্থা গুরুতর। আর নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দীক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু দুর্ঘটনার পরপরই ভটভটিচালক পালিয়ে যায়। ভটভটি পুলিশি হেফাজতে আছে।