বগুড়া ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। আহত হয়েছ ১০ জন আহত হয়েছে। বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ই জুলাই) দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ঘোগাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ১০জন। তবে এখনো হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ঢাকা যাওয়ার পথে ঘোগাবটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১জন নারী ও ১জন পুরুষ যাত্রী নিহত হন। আহত হন আরও ১০জন।

শেরপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সিরাজগঞ্জে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বড়বিল এলাকায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোঃ লুৎফর রহমান জানান, শুক্রবার (১৫ই জুলাই) ভোরে নাটোরের গুরুদাসপুর থেকে মাছ নিয়ে একটি মিনি ট্রাক ঢাকা যাচ্ছিলো।

পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের বডবিল এলাকায়  ট্রাকটির পিছনের চাকা ফেটে যায়। পরে চাকা মেরামতের করার সময় পিছন দিক থেকে আসা অপর একটি পরিবহন ট্রাকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ট্রাকের দুইজন নিহত হয়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছ। নিহতরা হলেন ট্রাক মালিক কিরন মৃধা (২৮) ও ট্রাক শ্রমিক জাহাঙ্গীর (৪৭)। তাদের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।