গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত আপিল বিভাগের তিন বিচারপতি। বৃহস্পতিবার (দোসরা মে) সকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তারা। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে সৌধের প্রশাসনিক ভবনে পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিন বিচারপতি। পরে বঙ্গবন্ধু মিউজিয়াম এবং গণগ্রন্থাগার পরিদর্শন করেন তারা।

উল্লেখ্য, গত ২৪শে এপ্রিল হাইকোর্ট বিভাগের তিন বিচারক মুহাম্মদ আবদুল হাফিজ, মোঃ শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেনকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।