গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সাতটি দেশের মোট আটজন সামরিক প্রতিনিধি শ্রদ্ধা জানিয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলটি শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া করেন তারা।
সামরিক প্রতিনিধি দলে অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভারতের ব্রিগেডিয়ার মনমীত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিউন্ত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুরস্কের কর্নেল এরদাল সাহিন ছিলেন। তাদের অনেকের সঙ্গে স্ত্রী-সন্তানরাও উপস্থিত ছিলেন।
এসময় সামরিক প্রতিনিধিরা আলাদাভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন। পরে প্রতিনিধি দলটি বাগেরহাটের উদ্দেশে রওনা হয়।
ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক বলেন, বাংলাদেশে কর্মরত সামরিক প্রতিনিধিদের নিয়ে বার্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে সামরিক দলটি বাগেরহাটের ষাটগম্বুজ ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশে রওনা হয়।