বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও ট্রাক সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৩ জন। এদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে শ্রীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম।

আজ (বৃহস্পতিবার) সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ষোলঘরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ছয় জনকে ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।