নবম দফায় বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ এলাকার পীর ইয়ামেনী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বাসটি তানজিল পরিবহনের বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। সঙ্গে সঙ্গে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

এর আগে, গত ১৯ নভেম্বর রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের মুখে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ৯টা ৪০ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রায় একশ গজ দূরে এ ঘটনা ঘটেছিল।