বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া মার্কেটের জায়গায় ঈদের আগেই অস্থায়ীভাবে ব্যবসায়ীদের বসানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইট বিছিয়ে ও বালি ফেলে সেখানে চৌকি বসানোর কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য অর্থিক সহায়তাও দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি। তবে দুশ্চিন্তা দূর হচ্ছে না আগুনে সব হারানো ব্যবসায়ীদের। মঙ্গলবার, ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৮৮৫ জন ব্যবসায়ীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সিটি করপোরেশন।
আগুনে পুড়ে বিধ্বস্ত বঙ্গবাজারের ধ্বংসস্তুপ পরিস্কারের কাজ শেষ পর্যায়ে। ব্যবসার জন্য উপযোগী করতে সেখানে ইট বিছানো ও বালি ফেলার কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার সকালে শুরু হয় এই কাজ।
বুধবার থেকে বঙ্গবাজারে অস্থায়ী দোকান বসিয়ে বেচাবিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা। সিটি করপোরেশনের তালিকায় থাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখানে চৌকি বসাতে পারবে। দোকান মালিক সমিতি জানিয়েছে, নিজ খরচে বসাতে হবে দোকান।
তবে, আগুনে পুড়ে পুঁজি হারানো ব্যবসায়ীরা কিভাবে দোকান বসাবেন ও ব্যবসা শুরু করবেন, তা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। তারপরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন তাদের চোখে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে বঙ্গবাজারের ১ দশমিক সাত নয় একর জায়গা এলাকা জুড়ে বালি ও ইট বিছানোর কাজ শেষ পর্যায়ে। তবে বুধবারের মধ্যে কাজ পুরোপুরি শেষ হবে কি না, তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা।
এদিকে, ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৮৮৫ জন ব্যবসায়ীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সিটি করপোরেশন।
ব্যবসায়ীরা যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য অর্থিক সহায়তাও দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি। সে সব অর্থ দোকান মালিক, ভাড়াটিয়া ও কর্মচারীদের মধ্যে সমন্বয় করে প্রদান করা হবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি। যার যেখানে দোকান ছিলো, অস্থায়ীভাবে এখন সেখানেই দোকান নিয়ে বসবেন ব্যবসায়ীরা।