বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চৌকি বসিয়ে বেচাকেনা শুরু করেছেন। আজ বুধবার সকাল থেকে বঙ্গবাজারে চৌকি নিয়ে আসেন ব্যবসায়ীরা। বেলা ১১ টা থেকে তারা মালামাল নিয়ে বেচাকেনা শুরু করে।
শৃঙ্খলা এবং সারিবদ্ধভাবে চৌকি বসাতে মার্কেটের জায়গা মাপ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের-ডিএসসিসি রাজস্ব ও সম্পত্তি বিভাগের সংশ্লিষ্টরা দড়ি টানিয়ে দেয়। এরপর বেলা ১১টা থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজিয়ে বসেন। এখানে তিন হাজার ৮৪৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রয়েছেন।
বঙ্গবাজার দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, এখন সাড়ে ৬শ’র মত ক্ষুদ্র ব্যবসায়ী চৌকি নিয়ে ব্যবসা পরিচালনার সুযোগ পেয়েছেন। প্রতিটি চৌকি প্রস্থে সাড়ে তিন ফুট এবং পাঁচ ফুট দীর্ঘ। আপাতত এ সাইজের চৌকি বসানো হবে। ঈদের পর কিভাবে সব ব্যবসায়ীদের দোকান বসাতে সুযোগ দেয়া যায়, সিটি করপোরেশনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। একজন একটির বেশি দোকান পাবে না।
এদিকে কিছু ব্যবসায়ীরা পণ্য নিয়ে বসলেও এখনো অনেক দোকানী শুধু চৌকি নিয়ে বসেছে। তারা জানিয়েছেন আগুনে তাদের দোকানের সব পণ্য পুড়ে যাওয়ায় মূলধন নেই। কিছু সাহায্য পেলে আবার তারা শুরু করতে পারবে। তবুও জায়গা পেয়ে তারা কিছুটা আশাবাদী ঘূড়ে দাঁড়ানোর।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি সেনা, পুলিশ, র্যাব ও বিজিবি সম্মিলিত চেষ্টা চালায়। দীর্ঘ ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। কিন্তু তার আগেই আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হন বঙ্গবাজারের কয়েক হাজার ব্যবসায়ী।
ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের অন্তত ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।