রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে ‘গ্লোবাল গেটওয়ে সম্মেলন’ এবং সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় প্রধানমন্ত্রী সফর সংক্রান্ত দুটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেন তিনি।

এরপর কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম বুথ ঘুরে ঘুরে দেখেন। কোন প্রক্রিয়ায় মনোনয়ন প্রত্যাশীদের হাতে মনোনয়ম ফরম তুলে দেয়া হবে সেটাও তদারকি করেন শেখ হাসিনা। একইসঙ্গে শৃঙ্খলা রক্ষার বিষয়েও গুরুত্ব দিয়েছেন দলটির সভাপতি।