বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে কোন একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
গত অক্টোবরে সিত্রাং আঘাত হানে বাংলাদেশ উপকূলে। ঝড়টি ২৪ অক্টোবর রাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সেই ঝড়ে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটে।