বঙ্গোপসাগরে একদিনে ১৬টি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অন্যান্য ট্রলারের মাধ্যমে ৩৩ জেলেকে জীবীত উদ্ধার করা হলেও এখনও ১৯৬ জেলে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০শে আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড।

গভীর নিæচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্নস্থানে বইছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। সেই সাথে জলোচ্ছ¡াসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এদিকে, বৈরী আবহাওয়ার কারণে গত দু’দিনের বঙ্গোপসাগরে ডুবেছে ১৬টি ট্রলার। এতে ১৯৪ জন জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। এই পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হযেছে। সমুদ্র বন্দর গুলোতে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করেছে। এর কেন্দ্রের বাতাসের গতিবেগ বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে। নিæচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উপকূলবর্তী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে দেয়া ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিæচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ১৬টি মাছধরার ট্রলার ডুবেছে। এতে নিখোঁজ রয়েছে ১৯৪জন জেলে। এর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই পর্যন্ত ৩৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। সাগরে অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। উদ্ধারকৃত জেলেরা কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত আছে।