দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যা ঘনীভূত হয়ে ক্রমান্বয়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
অধিদপ্তর থেকে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে। ওই সব অঞ্চলে সাবধানতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। তারপর এর অবস্থান, গতি উল্লেখ করে সতর্কবার্তা জানানো হবে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে উপকূলের কাছাকাছি দূরত্ব পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে। যা ২৩ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা। সেই মতো আগামী ২৪ অক্টোবর নাগাদ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এদিকে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ।