বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। উত্তাল রয়েছে সাগর। নিম্নচাপের প্রভাবে দেশের উপক‚লীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপক‚লীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অফিস। সেই সাথে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া দেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে বয়ে তাপপ্রবাহ আজ থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।