চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন সৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিষয়টি নজরে আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেন, এটি আরও পর্যবেক্ষণ করতে হবে। তারপর সিদ্ধান্ত নেবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও লঘুচাপ এখনও সৃষ্টি হয়নি।
বুধবার (১২ই অক্টোবর) সচিবালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বা জিএফএস বার্তাটি দিয়েছে। আমরা বার্তাটি পেয়েছি। তারা বলেছে, ১৭ই অক্টোবর একটি লঘুচাপ সৃষ্টি হবে। যেটা পরে নিম্নচাপে পরিণত হয়ে ঝড় হবে, সেটি ভারতের অন্ধ্র প্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ ও আমাদের সুন্দরবনের কিছু অংশে আঘাত হানতে পারে। এটি আম্ফানের মতো সুপার সাইক্লোনে রূপান্তরিত হতে পারে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চল আর ভারতের অন্ধ্রপ্রদেশ ও পশ্চিম বাংলায় ১৭ ই অক্টোবরের পর যে সুপার সাইক্লোনের সতর্কবার্তা দেয়া হয়েছে সে বিষয়ে সতর্ক রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। যদি এই ঘুর্ণিঝড় আঘাত হানে তবে তার মোকবিলায় সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আগাম প্রস্তুতির কথা জানান। এসময় প্রতিমন্ত্রী বলেন, বজ্রপাতে প্রাণহানি কমানোর লক্ষ্যে আগাম সতর্কবার্তা দিতে দেশের ৮টি স্থানে পরীক্ষামূলকভাবে বজ্রপাত লাইটনিং ডিটেকটিভ সেন্সর বসানো হয়েছে।