মাত্র একদিন পরই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন ২৫ ডিসেম্বর। সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিষ্টধর্মাবলম্বীরা ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করবেন। এ উপলক্ষে এর মধ্যেই নেওয়া হয়েছে প্রস্তুতি। বড়দিনের আমেজ ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলগুলোতে। চট্টগ্রাম নগরের বিভিন্ন হোটেলের লবি ও অন্যান্য স্থান সাজানো হচ্ছে বর্ণিল সাজে।

পেনিনসুলা হোটেলে ক্রিসমাস ট্রি সাজাতে ব্যস্ত একজন

শুরু হওয়ার অপেক্ষায় বড় দিনের আন্দন উদযাপন। হবে গির্জায় গির্জায় প্রার্থনা।  খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যীশু খ্রিস্টের জন্মতিথি উদযাপন করতে রাজধানীর গির্জাগুলো নানা রঙে রাঙিয়ে তোলা হয়েছে। সান্ধ্যয় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা।

গির্জার মতো করে ছোট আকারে বানানো হচ্ছে একটি ঘর

পাপ থেকে মুক্তি ও ক্ষমার আবেদনে ভালোবাসাময় বিশ্ব গড়ার প্রার্থণার কথা জানালেন ধর্মযাজকরা।

গির্জার পাশাপাশি রাজধানীর অভিজাত হোটেল ও বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়।  শোভাপাচ্ছে বাহারি সব ‘ক্রিসমাস ট্রি’।

সান্তা ক্লজের মুখের আদলে তৈরি করে সাজানো হচ্ছে হোটেলে ঢোকার পথ

এসব হোটেলে রয়েছে বিশেষ খাবার ও পার্টির আয়োজন। কেক কেটে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করতে বাহারি ডিজাইনের কেক তৈরির প্রস্তুতি নিয়েছে এসব হোটেল।

নানা রঙের জিনিস দিয়ে বাহারি সাজে হোটেল সাজানো হচ্ছে

বড়দিন উপলক্ষে দিনব্যাপী থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। উৎসব নির্বিঘ্ন করতে গির্জাগুলোর নিজস্ব নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি দেশজুড়ে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।