রেকর্ডময় এক ম্যাচ দেখলো ভারত বিশ্বকাপ। দিল্লীর অরুণ জেটলী স্টেডিয়ামে, বিশ্বকাপ ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান, দ্রুততম শতক এবং এক খেলায় তিন সেঞ্চুরির ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০২ রানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। বিশ্বকাপ ক্রিকেটে এখন দ্রুততম সেঞ্চুরির মালিক দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। আগে ব্যাট করে ৫ উইকেটে ৪২৮ রান তোলে প্রোটিয়ারা। জবাবে শ্রীলঙ্কা ৩২৬ রানে অলআউট হয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪২৮ রানের রেকর্ড সংগ্রহ জমা করে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে ৩২৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সবমিলিয়ে এই ম্যাচে ৭৫৪ রান হয়েছে। যা বিশ্বকাপে সর্বোচ্চ। এর আগে গত বিশ্বকাপে ৭১৪ রান হয়েছিল অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচে।
টস হেরে ব্যাট করতে নামাটা শাপে বর হয়েছে প্রোটিয়াদের জন্য। যদিও ওপেনার বাভুমাকে হারিয়ে প্রোটিয়াদের শুরুটা ভালো হয়নি। তবে প্রথম উইকেট হারানোর পর শ্রীলঙ্কান বোলারদের উপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও রেসে ভ্যান ডুসেন। এই জুটি যোগ করেন ২০৪ রান। সেঞ্চুরি করে আউট কন ডি কক। এরপর চলে ডুসেন ও এইডেন মার্করামের ব্যাটের ঝড়। সেই ঝড়ে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান বোলাররা। বাউন্ডারির বাইরে বল কুড়াতেই ব্যস্ত থাকতে হয় তাদের।
সেঞ্চুরিয়ান ডুসেন আউট হন ১০৮ রান করে। বিশ্বকাপ ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। ৪৯ বলে পান বিশ্বকাপ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি। এই পথে তিনি পেছনে ফেলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ ব্রায়েন। ২০১১ সালে ভারতের মাটিতেই ইংল্যান্ডের বিপক্ষে কেভিন ওই রেকর্ড গড়েছিলেন। এক যুগ পর ভারতের মাটিতেই এই রেকর্ড ভাঙ্গলেন এইডেন মার্করাম।
তাতেও নতুন এক রেকর্ড হয় রেকর্ড হয় বিশ্বকাপে। প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের এক ইনিংসে কোন দলের ব্যাটসম্যানরা এই প্রথম তিন ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেলো। এরই সাথে বিশ্বকাপ ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান করাতেও নতুন রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ৪২৮ রান তোলে প্রোটিয়ারা। এটি বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের সর্বোচ্চ সংগ্রহ।
পাহাড়সমান রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস ও আসালাঙ্কা তাণ্ডব চালান প্রোটিয়া বোলারদের উপর। তাদের দু’জনের ব্যাটে চড়ে পরাজয়ের ব্যবধান কমাতে থাকে লঙ্কানরা। মেন্ডিস ৭৬, আসালাঙ্কা ৭৯ রানে আউট হন। এরপর অধিনায়ক দাসুন সানাকা ৬৮ রান করেন। তাতে লঙ্কানদের সংগ্রহ ৩’শ পেরুয়। সেই সাথে বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সাতশ’র বেশি রান দেখলো ক্রিকেট প্রেমিরা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ১০ উইকেট ৪৪ ওভার ৫ বলে ৩২৬ রান তুলে। শ্রীরঙ্কা ১০১ রানে হেরে যায়।