শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৭মে) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধেরই প্রত্যাবর্তন।
শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
এসময় তারা বলেন, জিয়াউর রহমানের কারণে নিজ বাড়িতে ঢোকার অধিকার ছিল না শেখ হাসিনার। কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি এগিয়ে গেছেন। দ্বাদশ নির্বাচনেও জয়ী হয়েছেন। শেখ হাসিনা সফল দেশ পরিচালনার মধ্য দিয়ে আজ বিশ্ব সম্প্রদায়ের সমীহ অর্জন করেছেন।
আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত অওয়ামী লীগকে আক্রমণ করছে। বিদেশি শক্তির নামে হুমকি ধমকি দেয়া হচ্ছে। তবে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
এছাড়া আরও বক্তব্য রাখেন শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিমের কন্যা ডাক্তার নুজহাত, ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ, দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মজানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।