ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের কয়েকটি রাজ্য। গুজরাটের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। তলিয়ে আছে সুরাট ও আশপাশের অন্যান্য জেলা। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে বহু মানুষ। এ অবস্থায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও লক্ষণ নেই। কারণ আবহাওয়া দফতর ৬ই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

একই পরিস্থিতি অন্ধ্রপ্রদেশেরও। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে, তেলেঙ্গানায় বেশ কয়েক দিন ধরেই টানা বৃষ্টিতে একাধিক জেলা জলমগ্ন হয়ে আছে। ঘটেছে হতাহতের ঘটনাও। বেশিরভাগ প্রধান রাস্তা ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রাজ্যের খাম্মাম জেলায় মুনেরু নদীর পানি সেতুর উপর দিয়ে বইছে।