চরম সংকটে দেশ। তীব্র বন্যায় তলিয়ে গেছে জনপদ। ক্ষতিগ্রস্থ হয়েছে ফসলী মাঠ। ভেসে গেছে গৃহপালিত পশু। সারাদেশে পরিচালিত হচ্ছে ত্রাণ কার্যক্রম। জাতি-ধর্ম নির্বিশেষে এমন সংকটে এগিয়ে এসেছেন সবাই। দেশের বিভিন্ন অঞ্চলের মন্দির কমিটি বন্যার্তদের সাহায্য করছেন। চট্টগ্রাম শহীদ লেইন শ্রী শ্রী কালী মন্দির কমিটি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।
মানবতার অনন্য নজীর সৃষ্টি করেছেন চট্টগ্রাম শহীদ লেইন শ্রী শ্রী কালী মন্দির কমিটি। মন্দিরের দান বাক্সের অর্থ বন্যায় ক্ষতিগ্রস্থদেও মাঝে বিতরণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মন্দির কমিটির নেতারা জানিয়েছেন জানিয়েছেন মানবধর্মই সবচেয়ে বড় ধর্ম, তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, কুমিল্লায় জন্মাষ্টমী উৎসবের ব্যয়ের টাকা বন্যার্তদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি। বন্যা পরিস্থিতি অবনতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।