বন্যার্তরা পর্যাপ্ত সরকারি ত্রাণসামগ্রী পাচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার (৪ই জুলাই) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু এই অভিযোগ করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সারাদেশে বন্যার্ত মানুষ না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। প্রয়োজনীয় ওষুধও পাচ্ছে না তারা। সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে পারছে না। দুর্গতরা বলছে যে তারা সরকারি রিলিফ পাচ্ছে না। আমরা যেখানেই গিয়েছি, সরকারি ত্রাণ দেখিনি।

‘জনগণের কল্যাণ এখন আর এই সরকারের লক্ষ্য নয়। তাদের মনোযোগ মেগা প্রজেক্টে। কারণ সেখানেই লাভ বেশি, মধু বেশি। মেগা প্রজেক্টগুলো দুর্নীতি আর টাকা পাচারের উৎস হয়ে উঠেছে।’

সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামসহ দেশের বন্যা উপদ্রুত বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ত্রাণসামগ্রী বিতরণে ক্ষমতাসীন আওয়ামী লীগ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন টুকু। এ সময় বিশেষ করে ফেনীর ফুলগাজী ও গাজীপুরে ক্ষমতাসীন দল ও পুলিশের বাধা দেয়ার ঘটনা তুলে ধরেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘বন্যাকবলিত এলাকায় মানুষের হাহাকার চলছে। সেই সময়ে বন্যার্তদের সরকারি ত্রাণ দেয়া তো দূরের কথা, বিএনপি ত্রাণসামগ্রী দিতে গিয়ে তাদের বাধার মুখে পড়ছে। ত্রাণ বিতরণের প্রস্তুতি সভায় তারা লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালাচ্ছে। ক্ষমতাসীনরা আমাদের নেতা-কর্মীদের আহত করছে, যেটা ফেনীর ফুলগাজীতে ঘটেছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ত্রাণ বিষয়ক সম্পাদক আমীনুর রশিদ ইয়াসিন উপস্থিত ছিলেন।