বন্যা মোকাবিলায় সব সংস্থা ও সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে বিদেশী তহবিল সংগ্রহ করতে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

দুপুরে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা তার নিজ কার্যালয় যমুনায় ৪৪টি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ সালেহ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম।

তারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি তাদের সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরবর্তী পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়েও আলোচনা হয় বৈঠকে।